Wellcome to National Portal
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুলাই ২০২০

কম্পোনেন্টসমূহ

প্রধান প্রধান কার্যক্রম সমূহ:

কম্পোনেন্ট -1: মৎস্য খাতে টেকশই বিনিয়োগ ও প্রবৃদ্ধি অর্জনে সক্ষমতা বৃদ্ধি

 

  • বঙ্গোপসাগরে নিয়মিত বিজ্ঞানভিত্তিক জরিপ পরিচালনার মাধ্যমে সামুদ্রিক মৎস্য সম্পদের মজুদ নিরুপন
  • নিরুপিত মজুদের ভিত্তিতে ন্যাশনাল ফিশারিজ ম্যানেজমেন্ট প্লান প্রণয়ন
  • বিদ্যমান Monitoring Control & Surveillance (MCS) পদ্ধতি আধুনিকায়ন ও জোরদারকরণ (MFSS/C, Landing catch, CPUE, Onboard observer, Petrol boat, JMC, VMS/AIS)
  • মৎস্য নৌযানের  অন-লাইন ইলেট্রনিক রেজিস্ট্রেশন ও লাইন্সেসিং পদ্ধতি প্রবর্তণ
  • কর্মকর্তা, কর্মচারী ও সুবিধাভোগী ও সংশ্লিষ্ট অংশিজনদেরকে দেশি-বিদেশী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি 
  • জনসচেনতা বৃদ্ধি করণ (ওয়ার্কসপ, সেমিনার, সভা ও রালি ইত্যাদির মাধ্যমে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় প্রচার)
  • মৎস্য সেক্টরে বিদ্যমান আইন বিধি-বিধান যুগোপোযুগী করা

 

কম্পোনেন্ট -০২: অবকাঠামোগত উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থার উন্নয়ন

 

  • ১৮টি ফিশ ল্যান্ডিং সেন্টার/ফিশ হারবার নির্মাণ, ফিশ মার্কেট পুনবার্সন ও আধুনিকায়ন
  • ৩টি ফিশ হেলথ ডায়াগোনেস্টিক ল্যাব, ৩টি ফিশ কোয়ারেন্টাইন ল্যাব এবং ১টি কোয়ারেন্টাইন রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠাকরণ
  • ৩টি পিসিআর ল্যাব পুনবার্সন /আধুনিকায়ন
  • 1টি এসপিএফ বাগদা ব্রুড (মা-চিংড়ি) ম্যানেজম্যান্ট সেন্টার (বিএমসি) স্থাপন
  • ১২৯টি উপকূলীয় খাল (৫০০ হেক্টর) পুনবার্সন/খনন
  • মেরিন Spatial Plan তৈরি করা
  • হাইড্রোলজিক্যাল সার্ভে, স্যালানাইজেশন ম্যাপিং ও খাল পুনর্বাসন পরিকল্পনা প্রণয়ন
  • ভ্যালু চেইন ম্যাপিং ও এতদসংক্রান্ত ব্যবসার সুযোগ চিহ্নিতকরণ
  • চিংড়ি উৎপাদনে ক্লাষ্টার ব্যবস্থা (600টি, 15000জন প্রান্তিক চিংড়িচাষি) চালুকরণ, ক্লাস্টার বিজনেজ প্ল্যান তৈরি ও ই-ট্রেসিবিলিটি উন্নয়ন, ডাটা বেইজ তৈরী ও আইডি কার্ড প্রদান
  • প্রান্তিক চাষিদেরকে (600টি ক্লাস্টার) কন্ডিশনাল ম্যাচিং গ্রান্ট প্রদান (গড়ে 20% বেশি চিংড়ি উৎপাদ লক্ষ্যমাত্রা) 
  • এসএমই ভ্যালু চেইন ও একশান রিসার্চ এবং সামুদ্রিক মৎস্য চাষে একশান রিসার্চ পরিচালনা ও ম্যাচিং গ্র্যান্ট প্রদান

 

কম্পোনেন্ট -০৩: মৎস্যজীবি সম্প্রদায়ের ক্ষমতায়ন ও জীবিকায়নে বিকল্প পেশায় রূপান্তর

 

  • উপকূলীয় ৪৫০টি মৎস্য গ্রামে কার্যকরি গ্রুপ (CBO) প্রতিষ্ঠা করা
  • নির্দিষ্ট বৈশিষ্টের ভিত্তিতে উল্লিখিত ৪৫০টি মৎস্য গ্রামের মধ্য হতে ১০০টি মডেল জেলে গ্রাম প্রতিষ্ঠা করা এবং সেখানে ফিশারিজ ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা প্রদান
  • মডেল গ্রামের ১৮,০০০ যুবক-যুবতীকে ভকেশনাল ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান
  • ১০০টি প্রডিউসার গ্রুপ তৈরি এবং নিবন্ধন করা
  • ৯০টি ইউথ ফেষ্টিভাল প্রোগ্রাম ও ৬টি জব ফেয়ার আয়োজন করা
  • ৪৫টি উপজেলা জেলে ফেডারেশন প্রতিষ্ঠা করা
  • এ কার্যক্রমে সর্বমোট 54,000 জন জেলে সরাসরি সুবিধা পাবে।

 

কম্পোনেন্ট- ০৪: প্রকল্প বাস্তবায়ন ব্যবস্থাপনা

 

  • প্রকল্পটি বাস্তবায়নের জন্য ১জন প্রকল্প পরিচালক, ৬জন উপ-প্রকল্প পরিচালক, 7 জন সহকারী প্রকল্প পরিচালক, ২জন নির্বাহী প্রকৌশলী, 3 জন সহকারী প্রকৌশলী ও ৭৮ জন মেরিন ফিশারিজ কর্মকর্তাসহ 2৩৮ জন কর্মকর্তা/কর্মচারি নিয়োজিত হবেন।
  • প্রকল্প কার্যক্রম দক্ষতার সাথে বাস্তবায়নের জন্য দেশী-বিদেশী পরামর্শক সমন্বয়ে ১টি Project Management Consultant (PMC) ফার্ম নিয়োগ করা হবে ।
  • সংশ্লিষ্ট  অংশিজনদেরকে নিয়ে একটি স্টিয়ারিং কমিটি, একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রকল্পটি নিয়মিত তত্ত্ববধান ও মনিটরিং করবে ।
  • এ প্রকল্পের ইতিবাচক ফলাফল অর্জনের জন্য মৎস্য সেক্টরে বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধির সাথে প্রতি 6 মাস অন্তর বৈঠক করার জন্য একটি সিটিজেন প্লাটফরম-এর সংস্থান রয়েছে।

COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon